Malda : বাজ পরে মৃত্যু বাবা-ছেলের

আরও পড়ুন

ভুতনির আলাদিয়ায় বাজ পরে মৃত্যু হল বাবা ও ছেলের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মানিকচের ভুতনি আলাদিয়া এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে সূত্রের খবর,মৃত দুই জনের নাম দুলাল ঘোষ, বয়স ৫৩ বছর এবং ছেলে অনুপ ঘোষ বয়স ১৬ বছর। বুধবার রাতে ভুতনি এলাকায় ব্যাপক বজ্রপাত হয় সেইসময় বাড়ি সামনেই গরুর গোয়াল ঘরে গরু বাঁধতে গিয়ে বাজ পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় দুইজনের।

মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close