মালদার কালিয়াচক থানার উজিরপুরে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জমির মধ্যে ওই মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের দাবি ধর্ষন করে তথ্য প্রমান লোপাটের জন্য শ্বাস রোধ করে খুন করে জমিতে ফেলে গিয়েছে।তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছেছে কালিয়াচক থানার পুলিশ। যদিও ওই নাবালিকার পরিচয় এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়।
সূত্রের খবর , সোমবার সকালে উজিরপুর গ্রামের বেশ কিছু মানুষ জমিতে কাজে যাচ্ছিলেন।সেই সময় ঝিঙা সব্জির মাঠের মধ্যে ওই নাবালিকাকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা । ঘটনায় খবর দেওয়া হয় পুলিশকে। মৃতদেহর চোখেও আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে। যদিও এখনও নাবালিকার পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারনা ওই নাবালিকাকে কোথাও ধর্ষন করে তথ্য প্রমান লোপাটের জন্য শ্বাস রোধ করে খুন কর জমিতে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনার পর আতঙ্কে মানুষ জমির দিকে আসছে না। সন্দেহ ওই নাবালিকাকে গণধর্ষন করা হয়েছে। নাবালিকা স্থানীয় নয়। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি চাই। ঘটনায় এসডিপিও সম্ভব জৈন ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছ।
মালদা থেকে দেবাশীষ দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।