শনিবার সকালে বাড়ির সামনে আম বাগান থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার সাটটারি ব্রীজ সংলগ্ন কাগমারি এলাকায়। যুবকের নাম ইন্দ্রজিৎ ঘোষ, বাড়ি ওই এলাকাতেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংলিশ বাজার থানার পুলিশ।
পরিবার সূত্রে খবর, শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। শনিবার সকালে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে একটি আম বাগানে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এরপর পরিবারে খবর দিলে ছুঁটে আসেন তারা। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। পরিবারের অভিযোগ শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে ইন্দ্রজিৎ ঘোষকে। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন তারা।
ফোর্টিন টাইমলাইন, মালদা।