Malda : মদ্যপানের প্রতিবাদ করায় গৃহবধূকে শ্বাস রোধ করে খুনের অভিযোগ

আরও পড়ুন

মদ্যপানের প্রতিবাদ করায় গৃহবধূকে শ্বাস রোধ করে খুনের অভিযোগ পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মিলকি খাসখোল এলাকায়। মৃত গৃহবধূর নাম রিমা বিবি, বয়স ২৫ বছর। বাড়ি পুখুরিয়া থানার চাঁদপাড়া এলাকায়। এই ঘটনায় স্বামী সহ সাত জনের বিরুদ্ধে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পরিবার সূত্রে খবর , ছয় বছর আগে ইংরেজবাজারের মিল্কি এলাকার দিনমজুর শের আলির সঙ্গে বিয়ে হয় রিমা বিবির। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রিমা বিবির পরিবারের অভিযোগ, শের আলী প্রতিদিন মদ্যপান করে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। আজ ভোরে রিমা বিবির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ রিমা বিবিকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতনদের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close