গোপন মুহুর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল গৃহবধুকে। অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অপমানে আত্মঘাতী গৃহবধু।
গোপন মুহুর্তের ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাক মেল করার হুমকি দেওয়ায় অপমানে আত্মঘাতী গৃহবধু। শোবার ঘর থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ। মৃত গৃহবধূর নাম হাসিনা বিবি, বয়স ২৬ বছর। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার বীরস্থলী গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবার ও পুলিশি সূত্রে খবর, সাত বছর আগে সামাজিক মতে চাঁচলের পাকুরতলার বাতাসু আলীর সাথে বিবাহ হয় বীরস্থলী গ্রামের বাসিন্দা হাসিনার। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। কর্ম সুত্রে বেশীর ভাগ সময় বাইরে থাকে স্বামী। গত দুই বছর থেকে প্রতিবেশী লতিবুল শেখের সাথে বিবাহ বর্হিভুত সম্পর্কে জড়িয়ে পরে হাসিনা বিবি। বিষয়টি পরিবারে জানাজানি হতে সরে আসে হাসিনা। এরপরেও লতিবুল উত্যক্ত করত হাসিনাকে। গত দুইদিন আগে রাস্তা থেকে ট্যাক্সি করে হাসিনাকে শহরে নিয়ে যায়। এরপরেই গোপন মহুর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করতে থাকে লতিবুল। দুদিন আগে রস্থলীতে বাবার বাড়ি যান হাসিনা। তারপরেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের পরিবারের পক্ষ থেকে লতিবুলের ফাঁসির দাবি জানিয়েছে। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।