সোমবার মালদার বৈষ্ণবনগর থেকে শুরু হল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। এই যাত্রা চলবে মালদার-ই সুজাপুর পর্যন্ত। এই যাত্রায় জনজোয়ার ছিল চোখে পড়ার মতো। দলের অন্যান্য কর্মীদের পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকেউ দেখা যায় এদিনের ভারত জোড় যাত্রায় পা মেলাতে। প্রশাসনের তরফেও সমস্ত রকম সচেতনতা অবলম্বন করা হয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে। তথ্যাভিজ্ঞ মহলের ধারনা, এই জাতীয় কর্মসূচির ফলে ঝিমিয়ে পড়া দলীয় নেতাকর্মীরা বাড়তি অক্সিজেন পাবেন। দলের উঁচুতলা থেকে নিচুতলা পর্যন্ত ঘটবে মেলবন্ধনও।
ফোর্টিন টাইমলাইন, মালদা।