একাধিক নারীর সঙ্গে বিবাহ বহির্ভুত সম্পর্ক করার বিষয়টির প্রতিবাদ করে কাটারির কোপ খেলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানা সাহাপুর ছাতিয়ান মোড় এলাকায়। আহত ওই গৃহবধূর নাম সান্তনা কর্মকার। বয়স ৩০ বছর। বর্তমানে ওই গৃহবধূ চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযুক্ত স্বামী নাম প্রসেনজিৎ কর্মকার।
পরিবার ও স্থানীয় সূত্রে খবর প্রেমপর্বের পর বিগত পাঁচ বছর আগে বিয়ে করে গাজোল থানার আদিনা এলাকার গৃহবধূ সান্তনা কর্মকার পুরাতন মালদা থানা ছাতিয়ার মোড় এলাকার বাসিন্দা প্রসেনজিৎ কর্মকারের সঙ্গে। বিয়ের পর থেকেই একাধিক মহিলার সঙ্গে গৃহবধূর স্বামীর সম্পর্ক রয়েছে বলে তার স্ত্রী জানান। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যে গন্ডগোল বেধেই থাকতো।
শনিবার ভোররাতে অন্য মহিলার সঙ্গে তার স্বামীকে হাতেনাতে ধরে ওই গৃহবধূ বলে অভিযোগ। প্রতিবাদ করতে গেলেই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারে তার স্বামী। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই গৃহবধ। গৃহবধুর পরিবারের তরফে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।