Malda : স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক, সন্দেহের বশে দাদার হাতে খুন ভাই !

আরও পড়ুন

স্ত্রী-র সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে ভাইয়ের, এই সন্দেহে নিজের ভাইকে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে, ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ফুটকি পাড়া এলাকায়। অভিযুক্ত দাদা আসারুল ওরফে বাল্লাকে গ্রেফতার করে আদালতে পেশ করে মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাড়োল গ্রামের একটি ভুট্টার ক্ষেত থেকে পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের অবস্থা এতটাই খারাপ ছিল মুখ দেখে চেনা যাচ্ছিল না। স্থানীয়রা অনুমান করে হয়তো পার্শ্ববর্তী বিহার থেকে কেউ বা কারা খুন করে ফেলে গেছে। এই ঘটনার তদন্ত শুরু করে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। তদন্তে নেমে ২৮ দিনের মধ্যে গোটা ঘটনার কিনারা করল পুলিশ। পুলিশ জানতে পারে, মৃতদেহটি ছিল সুলতান নগর এলাকার ফুটকিপাড়া গ্রামের বাসিন্দা সফিকুল ইসলামের। সফিকুল ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতো। ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ বাড়িতে ফিরে। তার দাদা শেখ আসারুল ওরফে বাল্লা নিজের স্ত্রীর সঙ্গে ভাই সফিকুলের অবৈধ সম্পর্ক নিয়ে সন্দেহ করত। এই নিয়ে ভাইয়ের সঙ্গে দাদার বচসা লেগেই থাকতো। সেই নিয়েই ভাই বাড়ি ফিরতে দাদার সঙ্গে ঝামেলা শুরু হয়। ঝামেলা থেকেই উত্তেজনার বসে দাদা শেখ আসারুল, ভাই সফিকুলকে বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ভুট্টার ক্ষেতে দেহ ফেলে দেয়। ১৭ তারিখ উদ্ধার হয় সেই মৃতদেহ। তারপর তদন্ত শুরু হতেই সামনে আসে প্রকৃত ঘটনা। ১৩ মার্চ পরিবারের কাছে নিজের অপরাধের কথা স্বীকার করে দাদা শেখ আসারুল। ১৪ মার্চ তাকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বুধবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই খুনের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close