বৃহস্পতিবার সকাল ৫টা নাগাদ আচমকা প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। সেই ঝড়ে মালদা শহরের অতুল মার্কেট, বালুচর বাঁধ রোড এলাকা-সহ বেশ কিছু জায়গায় গাছ ভেঙ্গে কোথাও বা গাছ উপড়ে ইলেকট্রিক তার রাস্তায় ছিড়ে পড়ে রয়েছে। কারও ঘর-বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। বন্ধ হয় যায় যান চলাচল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার পুরসভার কর্মী ও ইলেকট্রিক দফতরের কর্মীরা। গাছ কেটে তার সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। পরে পথ চলাচল স্বাভাবিক হয়।
মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট