মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের হাই মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শারিফা খাতুনের বাড়ি গেলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। পাশাপাশি উপস্থিত ছিলেন রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি সহ জেলা নেতৃত্ব।
মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন, আর্থিক প্রতিকূলতা রয়েছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শরিফা খাতুনের। যে প্রতিকূলতাকে জয় করে মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় রাজ্যে প্রথম হয়ে নজির গড়েছে শরিফা। তাঁর উচ্চশিক্ষার ক্ষেত্রে সব রকমের সাহায্য করবে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী এমনই নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সাহায্যের হাত পেয়ে খুশি শরিফা ও তার পরিবার।
শরিফার বাবা উজির হোসেন চোখের জল মুছতে মুছতে বলেন, মেয়ের সাফল্যের খবরে গতকাল রাতভর ঘুম হয়নি। মেয়েটিকে কি করে উচ্চশিক্ষার জন্য পড়াবো। চিকিৎসক হবে এমনই স্বপ্ন মেয়ের। ফলে চিন্তায় ছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তায় স্বস্তি পেয়েছেন তিনি। শরিফার সাফল্য কামনায় সকলেই।