Malda : তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান মোথাবাড়িতে, গুরুত্ব দিলেন না মন্ত্রী

আরও পড়ুন

শনিবার মালদার মোথাবাড়িতে কংগ্রেসে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হ’ল। এই সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী, রাজ্য নেতা কৌস্তুভ বাগচি ,রাজ্য ও জেলা কংগ্রেস নেতৃত্ব-সহ অন্যান্যরা। এই সভায় তৃণমূল কংগ্রেসের ২ নম্বর প্রাক্তন ব্লক সভাপতি সুধীর কুমার দাস, মীর জেনাতুল আলি, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আক্তারুজ্জামান মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুলেখা বিবি-সহ বেশ কয়েকজন ব্লক নেতৃত্ব তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসের যোগদান করেন। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ সাবিনা ইয়াসমিন।তার দাবি টিকিট পাবেন না তাই ভয়ে দল ত্যাগ করছেন। যদিও এই যোগদান কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, কে কাকে উৎখাত করবে এটা মানুষ বলবে।এবিষয়ে দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, এখন আর কেউ তৃণমূল কংগ্রেস করতে চাইছেন না। তৃণমূলের পুরনো নেতা-কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না দলে। অন্য দল থেকে আসা ব্যক্তিরা দলটাকে দখল করে নিয়েছে। যার ফলে দলে ক্ষোভের সঞ্চার হচ্ছে। আর এই ধরনের ঘটনা ঘটছে।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close