Malda : কালবৈশাখীতে পানের বরজের ক্ষতি

আরও পড়ুন

কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হ’ল পান চাষের। ক্ষতির মুখে পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মুচিয়া গ্রামের পান চাষিরা । ক্ষতিপূরণের দাবিতে পানের বরজের সামনে বিক্ষোভ দেখান শতাধিক পান চাষি।

প্রসঙ্গত, মালদা জেলার অন্যতম পান চাষের ক্ষেত্রই হল মুচিয়া গ্রাম।গত কয়েকদিন আগে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে পানের বরজ। মাথায় হাত পড়েছে চাষিদের। প্রায় ৭০ টি পরিবার পান চাষের সঙ্গে যুক্ত। অনেকেই মহাজন এর কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিয়ে পান চাষ করেছিলেন। এবারের পঞ্চাশে ব্যাপক ক্ষতি হওয়ায় এখন টাকা কিভাবে শোধ করবেন তাদের সকলের পরিবারের নিয়ে তাদের মাথায় হাত পড়েছে। সরকারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি করেছেন। নয়লে তাদের প্রাণে মরতে হবে । যার ফলে মাথায় হাত পান ৫০ এর সঙ্গে যুক্ত মানুষের। বিভিন্ন মহলে দরবার করেও কোনও লাভ হয়নি। ঘটনায় গ্রামে বিক্ষোভ দেখান পানচাষিরা। এক পান চাষি কানু মন্ডল জানান, এই পান চাষ আমাদের জাতি গত ব্যবসা। বর্তমানে গুটখার বাজারে পান কেউ নিতে চাইছেন না। তার ওপর ঝড়ে পানের বরজ ভেঙে গিয়েছে। অথচ কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। বিষয়টি বারংবার প্রশাসনকে জানিয়েছি। কিন্তুু কেউ কোনও ব্যবস্থা নিচ্ছেন না। অথচ সংকট যেন পরিস্থিতিতে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে পানের বরজ তৈরি করেছি। আমাদের মরণ ছাড়া আর কোনও উপায় নেই।

উল্লেখ্য, পান চাষিদের পাশে দাঁড়িয়েছেন পুরাতন মালদার প্রাক্তন কংগ্রেস বিধায়ক অর্জুন হালদার। মালদা বিধানসভার বারুই গ্রামের বেশ কয়েকটি পরিবার পানের ওপর নির্ভর। পানের বরজ ভেঙে যাওয়ায় তাদের রুজি -রোজগার বন্ধ হয়ে যাওয়ার যোগার । অবিলম্বে সরকারের ক্ষতিপূরণ দেওয়া উচিত।

অন্যদিকে বিজেপি-র উত্তর মালদার⁶ সাংগঠনিক জেলা সহ-সভাপতি তাপস গুপ্ত। তিনি বলেন,ঝড়ে আমের পাশাপাশি পানের ক্ষতি হয়েছে ব্যাপক হারে। তৃণমূলের আমলে প্রশাসন একবারে অকেজো হয়ে গেছে। পানচাষিদের নিয়ে আমরা আন্দোলনে নামব।

আন্দলনে নামার হুমকি দিয়েছেন সারা ভারত কৃষক সভার মালদা জেলার সভাপতি প্রণব চৌধুরী। বিরোধীদের বিরোধীতা করা কোনও কারণ নেই। মমতা বন্দোপাধ্যায়ের সরকার মানব দরদী সরকার। পান চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে দাবী জেলা তৃণমূলের সহ- সভাপতি, শুভময় বসুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close