মালদা শহর জুড়ে শুভেন্দু অধিকারী কার্টুন পোস্টার। নিরুদ্দেশ লেখা পোস্টার। মালদা শহরের পোস্ট অফিস মোড় ও নেতাজি মোড়ে পড়েছে এই পোস্টার। পোস্টারে লেখা রয়েছে তৃণমুলের সোস্যাল মিডিয়া ও আইটি সেল। আর যা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা।
বৃহস্পতিবার সকাল বেলায় মালদহ শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় এলাকায় শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির পাশেই নিরুদ্দেশ সংবাদ বলে শুভেন্দুর কার্টুন পোস্টার ঝোলানো দেখতে পায় স্থানীয়রা। শুধুমাত্র পোস্ট অফিস মোড় নয় নেতাজি মোড় এলাকাতেও একই পোস্টার দেখা যায়।
বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, শুভেন্দু অধিকারী ভারতবর্ষের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তার সম্বন্ধে এই ধরনের কুরুচিকর পোস্টার তৃণমূলের মিডিয়া সেলের পক্ষে সম্ভব। কারন আমরা যা দেখেছি বাংলার যে সংস্কৃতি সেটা বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর যতটুকু বেঁচে ছিল বাংলা বাঙালির সংস্কৃতি শেষ করার কারিগর হচ্ছে এই তৃণমূল কংগ্রেস। তারা সম্মানীয় মানুষদের সম্মান করতে জানে না। তারা একাধারে বাঙালির বাংলা সংস্কৃতি নিয়ে কথা বলে আর তাদের বাংলা বাঙালি সংস্কৃতি নিয়ে একটু পড়াশোনা করা উচিত। বাংলা আর বাঙালি সংস্কৃতি টা কি তাদের জানা উচিত। আইনগত পরামর্শ নিয়ে আমরা এই বিষয়ে এগিয়ে যাব। এই নোংরা রাজনীতির আমরা প্রতিবাদ করছি।
ফোর্টিন টাইমলাইন, মালদা।