ইংরেজবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার বিকেলে কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী নীতি এবং পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক মহা মিছিল আয়োজিত হল। এই মিছিলে ১১ টি অঞ্চলের দলীয় কর্মী সমর্থকরা অংশ নিয়েছিলেন। কাজিগ্রাম অঞ্চলের লক্ষ্মীপুর থেকে এই মিছিল শুরু হয়ে বাগবাড়ি বাঁধ হয়ে খয়ের টোলা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, ব্লক সভাপতি প্রতিভা সিংহ, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ স্বপন মিশ্র, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য মাইনুল শেখ সহ ব্লক এবং অঞ্চল নেতৃত্ব। জানা যায়, এদিন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত এই মিছিলে ইংরেজবাজার ব্লকের ১১ টি অঞ্চলের কয়েক হাজার দলীয় কর্মী অংশ নিয়েছিল।
ফোর্টিন টাইমলাইন, মালদা।