Malda : কালবৈশাখীতে ব্যাপক ক্ষতি মালদার বামনগোলা

আরও পড়ুন

অপূর্ব বর্মন,মালদা : শুক্রবারের বিধ্বংসী কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল মালদা জেলার বিভিন্ন এলাকা। এদিন মালদা শহরের বামনগোলা ব্লকের চাঁদপুর জগতলা ও ভবানীপুর এলাকায় বিধ্বংসী ঝড়ে ব্যাপক ভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্রের খবর- এলাকার বহু গাছ সহ একাধিক বাড়ির টালির চালা উড়ে গিয়েছে। প্রসঙ্গত, গাছ ভেঙে পড়ার ফলে ক্ষণিকের জন্য রাস্তার চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবারের ঝড়ে সমগ্র ব্লক-ই অন্ধকারে ডুবে যায়। এদিন ঝড় চলাকালীন ছবি দেখে নেব একবার-

শনিবার সকাল থেকেই ঝড়ের তাণ্ডবে হওয়া ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়ছে ওই এলাকা গুলিতে। অন্য দিকে শুক্রবার রাত্রি ৮ টা নাগাদ এমনই এক দৃশ্য দেখা দিল মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের সাতটারি গ্রামে। এদিন হালকা বৃষ্টি এবং ঝড় চলাকালীন হঠাৎই ঝড়ের তান্ডব বিশাল আকার ধারন করে। এরই মধ্যে সাতটারি গ্রামের বাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি স্কুল ও বেশ কিছু বাড়ি – সহ দোকান ঘরের অস্থায়ী ছাউনি উড়ে যায়। এর ফলে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় মানুষের অনুমান। সূত্রের খবর- সাতটারি বাজারে অবস্থিত সব্জির দোকান, মোবাইলের দোকান, সেলুন এবং একটি বেসরকারি স্কুলের সমস্ত সামগ্রী নষ্ট হয়ে গেছে।

বিধ্বংসী কালবৈশাখী ঝড় যেন আরও একবার আমাদের সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়। শনিবার জেলাপ্রশাসনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এলাকার মানুষ।

 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close