সাপে কাটা রোগীর মৃত্যু হওয়ায় ভাঙচুর করা হল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের কিছু অংশ। চার ডাক্তারকে মারধরকে ঘিরে তুলকালাম মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল। পরিষেবা ছেড়ে বিক্ষোভ অবস্থানে বসেন জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তার দাবিতে সিনিয়র ডাক্তাররা কখনও তাঁদের সঙ্গে থাকে না বলে অভিযোগ। এমনকি কোনও নিরাপত্তা রক্ষীরাও থাকে না। তাই বার বার রোগীকে পরিষেবা দেওয়ার সময় তাঁদেরই হামলার মুখোমুখি হতে হয় বলেই অভিযোগ তুলেছেন তাঁরা। হাসপাতাল কর্তৃপক্ষ যতক্ষণ না তাঁদের নিরাপত্তা ও নিয়মিত ডিউটির সময় সিনিয়র ডাক্তারদের থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন, ততক্ষণ তাঁদের অবস্থান বিক্ষোভ চলবে। পুরাতন মালদার নলডুবির বাসিন্দা এক সাপে কাটা রোগীকে হাসপাতালে আনার কিচ্ছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। তারপরেই শুরু হয়ে যায় তান্ডব।
ফোর্টিন টাইমলাইন, মালদা।