সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়ন, মালদা শাখার পক্ষ থেকে ছ’দফা দাবির ভিত্তিতে সোমবার দুপুরে জেলাশাসকের অফিসে ‘ডেপুটেশন ‘ কর্মসূচি পালন করল।
সূত্রের খবর ,সোমবার দুপুরে মালদা শহরের টাউন হলের সামনে মোটর ভ্যান চালকরা মিছিলে অংশগ্রহণ করেন, তারপর সেখান থেকে সেই মিছিল বার হয়ে জেলার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের জেলা সভাপতি অংশুধর মন্ডল জানান, জেলাজুড়ে মোটর ভ্যান চালানো যাবে না প্রশাসনের এহেন সিদ্ধান্তে আমরা হতবাক। আজকে জেলার দশ হাজার মোটর ভ্যান চালক তারা তাদের মোটর ভ্যান চালিয়ে রোজগার করছেন।
প্রসঙ্গত, আজ জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে জেলার দশ হাজার মোটর ভ্যান চালক তারা পথে বসতে চলেছেন। তাদের রোজগার বন্ধ হয়ে পড়বে। ইতিমধ্যেই জেলা প্রশাসন বেশকিছু মোটর ভ্যান ধরপাকর করেছে। আমাদের ছ’দফা দাবির ভিত্তিতে এদিন জেলা শাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন । দাবিগুলির মধ্যে অন্যতম হল- জেলার মোটর ভ্যান চলাচল বন্ধ করা চলবে না, আটকে রাখা মোটর ভ্যান দ্রুত ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, মোটর ভ্যান চালকদের সরকারি লাইসেন্স দিতে হবে, মোটর ভ্যান চালকদের পরিবহন শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে, মোটর ভ্যান চালকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত করতে হবে মোটর ভ্যান চালকদের জন্য দুর্ঘটনাজনী দুর্ঘটনাজনিত বিমা চালু করতে হবে।