Malda : উত্তর সুরীদের চাকরির সঙ্গে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ

আরও পড়ুন

নর্থ বেঙ্গল বাসফোর এন্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন-এর উদ্যোগে শহর জুড়ে বিক্ষোভ মিছিল করলো সংগঠনের সদস্যরা। দীর্ঘদিন যাবত উত্তরসূরীদের চাকরির দাবি ও জেলার বিভিন্ন প্রান্তে সরকারি দফতরে হরিজনদের এখনো তিন থেকে চার হাজার টাকা মাইনে দেওয়া হয়, সেই মাইনে বৃদ্ধির দাবি সহ সরকারি সুযোগ-সুবিধার দাবিতে সোমবার মালদা শহরের টাউন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বার হয় সারা শহর পরিক্রমা করার পর ফোয়ারা মোড়ে মিছিলটি শেষ হয়।

মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমসফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close