মঙ্গলবার ভবানীপুর ব্রজ মোহন মেমোরিয়াল ক্লাবের প্রাঙ্গণে এক দিবসীয় ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসন ও মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এই টুর্নামেন্ট পরিচালনা করেন।
সূত্রের খবর, এদিনের টুর্নামেন্টে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গজমের, এস আই ধীরেন্দ্রনাথ মন্ডল-সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ। মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৮ টি ভলিবল দল অংশগ্রহণ করেন এই টুর্নামেন্টে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে ওঠে ভবানীপুর মাদ্রাসা ও হরিশ্চন্দ্রপুর থানা। শেষ পর্যন্ত ভবানীপুর মাদ্রাসা হরিশ্চন্দ্রপুর থানাকে হারিয়ে বিজয়ী হয়। বিজয়ী ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসন।
ফোর্টিন টাইমলাইন, হরিশ্চন্দ্রপুর, মালদা।