স্নান করতে গিয়ে মহানন্দা নদীতে ডুবে মৃত্যু হল এক যুবকের।ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার গয়েশপুর এলাকায় কালী মন্দির ঘাটে।
সূত্রের খবর, বৃহস্পতিবার দিনভর খোঁজাখুঁজি করেও উদ্ধার হয়নি যুবকের দেহ।স্থানীয়দের অভিযোগ তলিয়ে যাওয়া যুবকের দেহ খুঁজতে কোনো সহায়তা করেনি জেলা প্রশাসন। ডুবে যাওয়ার একদিন পর উদ্ধার দেহ। বৃহস্পতিবার দুপুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় স্থানীয় এক যুবক। ঘটনাটি ঘটে ইংরেজবাজার থানার গয়েশপুর এলাকায় কালী মন্দির ঘাটে।
প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকে স্থানীয়রা নৌকা নিয়ে তল্লাশি শুরু করে মহানন্দা নদীতে।এদিন সকাল ১১ টা নাগাদ স্থানীয় বাসিন্দারা মৃত যুবকের দেহ উদ্ধার করে স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম জুয়েল শেখ (২৬)। তিনি ছিলেন পেশায় শ্রমিক। বাড়ি গয়েশপুর এলাকায়। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে ইংরেজবাজার থানার পুলিশ।