Malda : গ্রাম পঞ্চায়েতের কাজের দুর্নীতি নিয়ে সরব বিরোধীরা

আরও পড়ুন

শুক্রবার পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল ১ নম্বর ব্লকের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের দেবীগঞ্জ গ্রামে।

সূত্রের খবর, কাজ না করে প্রকল্পের বোর্ড বাঁশ বাগানে, নদীতে লুকিয়ে রেখেছিল পঞ্চায়েত সদস্য। তার হদিস পেতেই সেই সমস্ত বোর্ড তুলে এনে গ্রামের মাঠে পুঁতে দেন বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। গোটা ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতর। গ্রামবাসীদের অভিযোগ, ১০০ দিনের কাজের প্রকল্পে ওই গ্রামে অনেক স্কিম ধরা হয়েছিল৷ কিন্তু সেসবের কাজ আর হয়নি৷ গ্রামে কখনও কলা বা ফলবাগান হয়েছে কিনা কেউ মনে করতে পারছেন না। একটি গোয়ালঘর হয়েছে কিন্তু চারপাশের দেওয়ালটাই আছে শুধু। ভোটের মুখেও গবাদি পশুদের মাথার উপর ছাউনি পড়েনি। খোঁজখবর নিয়ে গ্রামবাসীরা নাকি জানতে পেরেছেন, খাতায় কলমে সব কাজ শেষ। টাকাপয়সাও তুলে নেওয়া হয়েছে। সব শুনে ক্ষোভের আগুনে প্রবল শীতেও ঘামছেন গ্রামবাসীরা।

যদিও অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য জাহাঙ্গির আলমের বক্তব্য-এসব বিরোধীদের চক্রান্ত৷ আমি দেবীগঞ্জের যে উন্নয়ন করেছি, তা ওদের সহ্য হচ্ছে না৷ তাই মিথ্যে অভিযোগ করে পঞ্চায়েত ভোটের আগে আমাকে বদনাম করার চেষ্টা করছে৷

বিজেপির তরফে জেলা যুব মোর্চার সহ সভাপতি অয়ন রায়ের বক্তব্য-পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের দুর্নীতি ততই প্রকাশ্যে আসছে৷ অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের সদস্য জাহাঙ্গির আলম ১০০ দিনের কাজের বোর্ডগুলিও লুকিয়ে রেখেছিলেন ৷ গ্রামবাসীরা তা জানতে পেরে বোর্ডগুলি খুঁজে এনে বিক্ষোভ দেখিয়েছেন৷

যদিও বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে নারাজ চাঁচল ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ আফসার আলি। তার মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে এটা বিরোধীদেরই চক্রান্ত।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close