Malda : মিড-ডে মিলে লেগ পিস নিয়ে বিক্ষোভ অভিভাবকদের

আরও পড়ুন

মিড-ডে মিলের জন্য রান্না হচ্ছে সরু চালের ভাতের সঙ্গে চিকেন লেগ পিস। অভিভাবকদের অভিযোগ ,তা পড়ুয়াদের জন্য নয়। স্কুলের শিক্ষকদের জন্য। এই অভিযোগ তুলে, বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। বুধবার, ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের অমৃতি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে।

এবিষয়ে মালদহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মণ বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইংরেজবাজারে কাজিগ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে অমৃতি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে ২২৭ জন ছাত্রছাত্রী রয়েছে। প্রধান শিক্ষককে নিয়ে স্কুলে মোট ছ’জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। এ দিন স্কুলে ১৩৭ জন ছাত্রছাত্রী হাজির ছিল। মিড-ডে মিলে পরীক্ষামূলক ভাবে ছাত্রছাত্রী পিছু ২০ টাকা করে বরাদ্দ বৃদ্ধি পাওয়ায়, প্রতি বুধবার খাবার তালিকায় মাংস-ভাত যোগ হয়েছে। খাবারে মাংস যোগ হতেই মিড-ডে মিলে অনিয়ম চলছে বলে অভিযোগ অভিভাবকদের।

এক অভিভাবক বলেন, “ছাত্রছাত্রীদের মাংসের বদলে মুরগির মাথা, গলা এ সব রান্না করে দেওয়া হচ্ছে। আর শিক্ষক-শিক্ষিকারা সরু চালের ভাত, চিকেন লেগ পিস রান্না করে নিজেরা খাচ্ছেন। এক সপ্তাহ নয়, এক মাস ধরে মাংস-ভাতের দিন স্কুলে এমনই চলছে। তাই স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখানো হয়েছে।

ফোর্টিন টাইমলাইন,মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close