আবাস যোজনার দূর্নীতির বিরুদ্ধে বিডিও অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার পথে সাংসদকে কালোপতাকা ও গোব্যাক স্লোগান দেখানো হয়। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ঘিরে বিক্ষোভ তৃণমূল নেতৃত্বের। মালদার হরিশ্চন্দ্রপুরে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ, তোলা হয় গো ব্যাক স্লোগান। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ছোট মোর নেতৃত্বের বিক্ষোভের জেরে আটকে যায় সংসদ খগেন মুর্মুর কনভয়।
সূত্রের খবর, আবাস যোজনার দূর্নীতি নিয়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ছিল। এদিন বিডিও দফতরে বিক্ষোভ কর্মসুচি ছিল। সেই মত বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সেখানে পৌঁছতে গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের ঘটনাস্থল থেকে ১০০মিটার দুরে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। খগেন মুর্মুকে গো—ব্যাক স্লোগান দেওয়া হর। যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয় এটি তৃণমূল কংগ্রেস পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ তিনি এই এলাকার জন্য কোনও উন্নয়নের কাজ করে নি।
সাংসদ খগেন মুর্মু বলেন, বড় লোকদের ঘর পাইয়ে দিয়েছে শাসক দল। যাতে তাতে কোনও সমস্যা না হয় তাই জন্য আমার কন্ঠো রোধের চেষ্টা করা হচ্ছে।
হরিশ্চন্দ্রপুরের তৃনমুলের অঞ্চল চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা বলেন, সাংসদ কোন উন্নয়নের কাজ করেনি তাই মানুষ বিক্ষোভ দেখিয়েছে।
ফোর্টিন টাইমলাইন, মালদা।