Malda : বাড়ি ফাঁকা থাকার সুযোগে ধর্ষণ এক মানষিক ভারসাম্যহীন বধূকে

আরও পড়ুন

মালদার চাঁচলের এক মানষিক ভারসাম্যহীন বধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। গত ৭জুলাই সন্ধ্যায় ঘটনাটি ঘটে। ওই বধূর স্বামী ভিনরাজ্যের শ্রমিক থাকার কারনে বাড়ি ফিরে গত বৃহষ্পতিবার চাঁচল থানায় ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এলাকা ছেড়ে চম্পট দিয়েছে অভিযুক্ত যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ ।

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত যুবকের নাম অর্জুন দাস বয়স ২৬ চাঁচল থানার সদরপুর এলাকায় বাড়ি। নির্যাতিতা বধূর পরিবারের সদস্যদের থেকে জানা যায়, ওই দিন সন্ধ্যায় বধূ দুই সন্তানকে বাড়ির বারান্দায় বসে ছিলেন।ওই সময় অভিযুক্ত যুবক বাড়ির ভিতর প্রবেশ করে বধূকে জোরপূর্বক শোবার ঘরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ। এর পর স্বামীকে ফোন মারফত সমস্ত ঘটনা বললে স্বামী বাড়িতে এসে স্ত্রীকে সঙ্গে নিয়ে অভিযুক্তর নামে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তর নামে মামলা দায়ের করেন পুলিশ।

প্রসঙ্গত,নির্যাতিতার স্বামী বলেন, কর্মসূত্রে আমি ভিন রাজ্যে কাজ করি। বাড়িতে বৃদ্ধ মা বাবা, স্ত্রী ও দুই সন্তান থাকে। স্ত্রী মানষিক ভারসাম্যহীন। ওই দিন সন্ধ্যায় মা বাবা বাড়ির বাইরে ছিলেন। স্ত্রীকে বাড়িতে একা পেয়ে মুখে গুঁজে জোরপূর্বক ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পাশাপশি এ কথা কাউকে যেন না বলে তাঁর জন্য প্রাণনাশের হুমকি দেয়। বাড়িতে মা বাবা এলে স্ত্রী গোটা ঘটনা জানানোর পর আমাকে ফোন মারফত ঘটনা জানানো হয়। এদিন বাড়িতে ফিরেই থানায় অভিযুক্তর নামে অভিযোগ দায়ের করি। পুলিশ অভিযুক্তকে কঠোর শাস্তি সেই দাবি রাখছি।

ইতিমধ্যেই এ বিষয়ে চাঁচল থানার পুলিস জনান, অভিযোগ পেয়ে মামলা শুরু হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে। অভিযুক্তর বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছে।

ফোর্টিন টাইম লাইন মালদা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close