Malda : প্রেমিকার পরিবারের বাধায় কিশোর ছাত্র আত্মঘাতী

আরও পড়ুন

দীর্ঘদিনের প্রণয়ের সম্পর্ক থাকলেও মেনে নেয়নি প্রেমিকার পরিবার। সেই অভিমানেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল দশম শ্রেণির এক ছাত্র। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজারের রামকেলি এলাকায় ।

সূত্রের খবর, ওই ছাত্রের নাম ঘনশ্যাম ঘোষ।। গৌড়ীয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল সে। তার পরিবারেই অভিযোগ, দীর্ঘদিন থেকে একটি মেয়েটির সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল তাদের সন্তানের। কিন্তু শুরু থেকেই এই সম্পর্কের বিরুদ্ধে ছিল মেয়েটির পরিবার। এব্যাপারে একাধিকবার তাদের ছেলেকে মারধর করেছে তারা। শুধু তাই নয়, তাদেরকেও ছাড়েনি মেয়ের বাড়ির লোকজন।এবিষয়ে একাধিক বার সালিশিসভাও করা হয়।। সোমবার রাতেও মারধর করা হয় বলে অভিযোগ নিহত ওই ছাত্রের পরিবারের । মঙ্গলবার সকালে ঘরের ভেতর থেকে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পরিবারের দাবি- বার বার তাদের ছেলেকে মারধর করার ফলে অভিমানে সে আত্মঘাতী হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close