ধান বোঝাই ছোট লরির চাকা ফেটে উল্টে আহত ১০ জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে মালদা থানার বাইপাস চাকি মোর এলাকায়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
সূত্রের খবর, আহতদের সকলের বাড়ি বৈষ্ণবনগর থানার চর সুজাপুর এলাকায়। পরিবার সূত্রে খবর, এদিন বামনগোলা থানার পাকুয়া এলাকা থেকে ধান বোঝাই করে দশজন শ্রমিক একটি ছোট লরি করে বাড়ি আসছিলেন। বাড়ি আসার পথে মালদা থানার চাকি মোড় এলাকায় ছোট লরির চাকা ফেটে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
ফোর্টিন টাইমলাইন, মালদা।