Malda : নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকলো গাড়ি, মৃত অষ্টম শ্রেণির ছাত্র

আরও পড়ুন

কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল ছোট চার চাকা গাড়ি, দুর্ঘটনায় ক্লাস এইট-এর ছাত্রের মৃত্যু হল, আহত হয়েছেন আরও একজন ।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার থানার সাগরদিঘি এলাকায়। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোই এই দুর্ঘটনার কারন। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রের । বয়স ১৪ বছর । মৃত ওই কিশোরের নাম বিশাল মন্ডল। তারপরেই মদ্যপ অবস্থায় থাকা চালক-সহ গাড়িতে থাকা পরিবারের ছয় সদস্যকে বেধড়ক মারধর করেন এলাকার ক্ষুদ্র জনতা। তার মধ্যে দু’জন মহিলা, দু’জন পুরুষ-সহ একজন শিশও ছিল। তারা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, চালকের অবস্থাও আশঙ্কাজনক। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় গোটা এলাকাজুড়ে এবং পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মালদার থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close