কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল ছোট চার চাকা গাড়ি, দুর্ঘটনায় ক্লাস এইট-এর ছাত্রের মৃত্যু হল, আহত হয়েছেন আরও একজন ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার থানার সাগরদিঘি এলাকায়। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোই এই দুর্ঘটনার কারন। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রের । বয়স ১৪ বছর । মৃত ওই কিশোরের নাম বিশাল মন্ডল। তারপরেই মদ্যপ অবস্থায় থাকা চালক-সহ গাড়িতে থাকা পরিবারের ছয় সদস্যকে বেধড়ক মারধর করেন এলাকার ক্ষুদ্র জনতা। তার মধ্যে দু’জন মহিলা, দু’জন পুরুষ-সহ একজন শিশও ছিল। তারা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, চালকের অবস্থাও আশঙ্কাজনক। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় গোটা এলাকাজুড়ে এবং পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।