কথায় আছে মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী, বুড়িমায়ে দরজায় যে আসে মা তাকে ফেরায় না, তার মোনকামনা পূরণ করে বুড়িমা। এই মা জাগ্রত বলেই পরিচিত। সোমবার সন্ধ্যা বুড়ি মায়ের নিরঞ্জন শোভাযাত্রা ভক্তদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। বুড়ি মা নিরঞ্জনে বিশেষ আকর্ষণ ছিল একুশটি জয় ঢাক কাঁসর,তাসা বাজনা ,সাউন্ড সিস্টেম সব মিলিয়ে জমজমাট হয়ে উঠে বুলবুলচন্ডী এলাকা। মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী হাসপাতাল মোড়ে বুড়ি কালী মায়ের নিরঞ্জন শোভাযাত্রা কে কেন্দ্র করে ৮ থেকে ৮০ সব বয়সের উপচে পড়ে ভক্তদের ঢল। প্রত্যেক বছর পুজোর সাতদিন পরে নিয়ম নিস্তার মেনে এই বুড়ি মায়ের নিরঞ্জন করা হয়, বুড়ী মায়ের মূর্তি মন্দির থেকে বের করে গোটা বুলবুলচন্ডীর পরিক্রমা করা হয় তারপরে বুলবুলচন্ডী কেন্দুয়া ব্রতী দলের সংলগ্ন একটি জলাশয় বিসর্জন করা হয়। মায়ের প্রতীমা নিরঞ্জন শোভাযাত্রা ঘিরে প্রশাসনের কড়া নজরদারী দেখা গিয়েছে।
ফোর্টিন টাইমলাইন, মালদা।