সোমবার গভীর রাতে ক্লাস নবম শ্রেণীর ছাত্রের গোপনাঙ্গ কেটে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মালদার তুষরক্ষা গ্রামে। আহত ছাত্রের নাম আসিফ আলি। বয়স ১৫ বছর। স্থানীয় বৈদ্যনাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সে। বাবার নাম রফিক আলি।
পরিবার সূত্রে খবর, অন্যান্য দিনের মত সোমবার রাতে খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমোচ্ছিল ওই স্কুল ছাত্র। রাতে আসিফ-এর আচমকা চিৎকার শুনে বাবা তড়িঘড়ি ছুটে এসে দেখেন ছেলের গোপনাঙ্গ কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বাড়ির উঠোনে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় সামসি গ্রামীণ হাসপাতালে। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাতেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ। আহত ওই ছাত্র পুলিশকে জানিয়েছে দু’জন মুখ ঢাকা অবস্থায় একাজ করেছে। তাদের কাউকেই চিনতে পারেনি সে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে পরিবারের সদস্য-সহ গ্রামবাসীদের মধ্যেও। দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।
ফোর্টিন টাইমলাইন, মালদা।