Malda: পচাগলা দেহটি পরিতোষ মণ্ডলের নয় তো !

আরও পড়ুন

পচাগলা মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে ।ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের চাতরা বিলে,সূত্রের খবর , মঙ্গলবার সকালে স্থানীয় মানুষের নজরে আসে বিষয়টি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হবিবপুর থানার আইসি অমিতাভ সরকার ও পুলিশ অফিসারেরা। মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করে পুলিশ। তবে হবিবপুর থানার ঋষিপুর বুড়িতলা এলাকায় পরিতোষ মন্ডল (৫৪) নামে এক ব্যক্তি গত ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাদের পরিবারের লোকেরা মৃতদেহটিকে দেখে অনুমান করছেন সেই নিখোঁজ ব্যক্তিই হতে পারেন।

প্রসঙ্গত, নিখোঁজ ব্যক্তির বৌদি বেলি মণ্ডলের দাবি- ওই মৃতদেহটি তার দেওরের হতে পারে‌। নিহতের পরনের কাপড় দেখে তিনি অনুমান করছেন , পাশাপাশি তিনি এও জানান ১৭ দিন আগে তার দেওর, স্ত্রীর মধ্যে জমিজমা সংক্রান্ত নিয়ে ঝামেলা চলছিল ‌। দেওরকে স্ত্রী, মেয়ে, জামাই মিলে প্রাণে মেরে ফেলে দেয় বলে জানা তার অনুমান।

নিখোঁজ ব্যক্তির ছেলে শুভজিৎ মন্ডল জানিয়েছেন, তার বাবা ১৭ দিন আগে তার সঙ্গে ঝামেলা করে এবং মারধর করে সে বাড়ি ছেড়ে চলে যায় এবং তার মা ও জামাই তার বাবাকে খুন করবে বলে শাসিয়েছিলেন। পুরো ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিকে হবিবপুর থানার পুলিশ পচা গলা মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে হবিবপুর থানার পুলিশ।যদিও থানায় অভিযোগ দায়ের হয়নি।

ফোর্টিন টাইম লাইন, হবিবপুর, মালদা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close