নিজের ছেলের হাতে আক্রান্ত হলেন মা। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির লালু-টোলা এলাকায়। বর্তমানে আক্রান্ত মা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত ওই মহিলার নাম সনেকা মন্ডল। বয়স ৪৬ বছর। অভিযুক্ত ছেলে পবন মণ্ডল বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সূত্রের খবর, পবন মন্ডলের স্ত্রী রুম্পা মন্ডলকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অত্যাচার করে স্বামী পবন মন্ডল। শুক্রবার সকালে ও স্ত্রীকে মারধর করার সময় তার মা প্রতিবাদ করতে গেলে মাকে লোহার রড দিয়ে বেধড়ক মারধোর করে। লোহার রডের আঘাতে মায়ের মাথা ফেটে যায়। প্রথমে তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আক্রান্ত মা। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।