সাতসকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার হবিবপুর থানার জগজীবনপুর গ্রামের নন্দনগড় এলাকায়।
সূত্রের খবর, বুধবার রাতে এক যুবকের গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃত দেহ উদ্ধার হয়। পরে বৃহস্পতিবার সকালে ওই যুবকের মৃতদেহ দেখতে পান বাড়ির লোকেরা।মৃত ব্যক্তির নাম সজল গায়েন(২৩) বাবা কালু গায়েন ,মা অঞ্জলি গায়েন। মৃতদেহ দেখে তড়িঘড়ি হবিবপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পাশের গ্রামের এক নাবালিকা বুল্টি পান্ডের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ সেই মতে গতকাল ওই নাবালিকাকে বাড়িতে খুঁজে না পেয়ে নাবালিকার বাবা অমল পান্ডে ওই যুবককে সন্ধ্যে নাগাদ তুলে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ। সারা রাত ছেলে বাড়ি আসেনি দেখে বৃহস্পতিবার সকালে তার শোবার ঘরে গিয়ে দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছে তার ছেলের মৃতদেহ। পরিবারের সদস্যরা আরও বলেন, তাদের ছেলেকে নিয়ে যাওয়ার পর আর তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়নি আজ সকালে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে নাবালিকার পরিবারের তরফে কোনও উত্তর পাওয়া যায়নি। কি বলছেন পরিবারের সদস্যরা শুনব –