সততার নজির গড়লেন এক ট্র্যাক্টর চালক বিপুল সরকার। নগদ এক লক্ষ টাকা কুড়িয়ে পেয়ে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিলেন তিনি। সোমবার ঘটনাটি ঘটেছে বামনগোলার তিতপুরে কৃষক বাজারের সামনে।
সূত্রের খবর, বামনগোলা গ্রামের বাসিন্দা বিপুল সরকার কুড়িয়ে পাওয়া টাকা থানায় জমা করায় অসংখ্য প্রশংসিত হলেও তিনি পুলিশের কাছে নিজের কৃতিত্ব নিতে রাজি নন। পুলিশকে তিনি জানান, টাকার প্রকৃত মালিক টাকা ফেরত পেলেই তিনি খুশি হবেন। ইতিমধ্যেই পুলিশ টাকা হারানো ব্যক্তির প্রাথমিক পরিচয় জানতে পেরেছে বলে জানা গিয়েছে।
বামনগোলা থানার আইসি জয়দীপ চক্রবর্তী জানায়, সোমবার তিতপুরে কৃষক বাজারের সামনে বিপুল সরকার নগদ এক লক্ষ টাকা কুড়িয়ে পান। তারপরই সেই টাকা থানায় জমা করেন। সততার এমন দৃষ্টান্তে পুলিশ-সহ বিভিন্ন মহলের মানুষজন প্রশংসা করেছেন। ইতিমধ্যেই এক ব্যক্তি এক লক্ষ টাকা হারানোর অভিযোগ করেছেন থানায়। সব কিছু যাচাই করে প্রকৃত মালিকের হাতে টাকা তুলে দেওয়া হবে।
ফোর্টিন টাইমলাইন,মালদা।