রাজ্যের মুখ্যমন্ত্রী দাবির সুরাহা না করায় মালদা জেলায় ১২ঘন্টার জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ আদিবাসীদের। মুখ্যমন্ত্রীকে আদিবাসীদের দাবির জন্য ডেপুটেশন দেওয়ার পরও সুরাহা না মেলায় পথ অবরোধে সামিল হল আদিবাসী সম্প্রদায়ের মানুষ। সাঁওতালি ভাষায় পঠন পাঠানের পরিকাঠামো-সহ ২০ দফা দাবি দাওয়া নিয়ে রাজ্যজুড়ে ১২ ঘন্টার রোড রোকো চাক্কা জাম কর্মসূচি ‘ভারত জাকাত মাঝি পারগানা মহলের’। রাজ্যের পাশাপাশি মালদায় এর প্রভাব ইতিমধ্যেই পড়েছে। বুধবার দুপুর ১২ টা নাগাদ মালদার গাজোলের আলমপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আদিবাসীদের পথ অবরোধ করে এই সংগঠন।
সূত্রের খবর, ২০ দফা দাবির ভিত্তিতে এদিন মালদা জেলার কোথাও জাতীয় সড়ক আবার কোথাও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। দীর্ঘদিন ধরেই তারা এই দাবিগুলি নিয়ে আন্দোলন করে আসছে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবিষয়ে ডেপুটেশন কপি দেওয়া হলেও দীর্ঘদিন কেটে গিয়েছে কিন্তু কোনরূপ তাদের ব্যবস্থা হয়নি। তাই বাধ্য হয়ে এদিন তারা পথ অবরোধে সামিল হয়েছে। তাদের দাবি অবিলম্বে পৃথক সাঁওতালি বোর্ড গঠন করতে হবে, আদিবাসী এলাকায় অল চিকি মাধ্যমে পঠন-পাঠন শুরু করতে হবে, আদিবাসী বনেধিকার আইন ২০০৬ লাগু করতে হবে,মাঝি পরগনার সুশাসন আইন লাগু করতে হবে, আদিবাসী এলাকার অলচিকি ভাষায় পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে এছাড়াও আরও বেশ কিছু দাবি রয়েছে। এই দাবিগুলি আদায়ের জন্য এদিন বারো ঘন্টা রাজ্য জুড়ে পথ অবরোধ চলছে। ঘটনার খবর পেয়ে জেলার বিভিন্ন জায়গায় পুলিশ পৌঁছলেও এখনও জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধ রয়েছে। যার ফলে স্তব্ধ হয়ে রয়েছে জেলার যান চলাচল।
মালদা জেলা পরগনার সদস্য সুফল মুর্মু বলেন, দীর্ঘদিন ধরে আদিবাসীদের জন্য বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আমরা আন্দোলন করে আসছি। বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছে তারপরও কোনও ব্যবস্থা হচ্ছে না। তাই এদিন ২০ দফা দাবির ভিত্তিতে আমরা রাজ্যজুড়ে পথ অবরোধ করেছি। আমাদের দাবি মানা না হলে এরপরে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।
ফোর্টিন টাইমলাইন, মালদা।