Malda: দলীয় কোন্দলে জেরবার মালদা তৃণমূল কংগ্রেস

আরও পড়ুন

মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি গঠন নিয়ে এবারে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ‘রাজনীতি করেন নি এমনই ব্যক্তি জেলা তৃণমূল কংগ্রেসের কমিটিতে নতুন কমিটি নিয়ে এমনই মন্তব্য রাজ্যের প্রাক্তণ মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। যারা বিগত দিনে দলের মিছিলে হাঁটেননি। স্লোগান দেননি। পাড়ায় পাঁচটি ছেলে নেই। বুথ নির্বাচনে হেরে যায়। তারা দলের দায়িত্বে। কলকাতার নেতারা পর্যালোচনা না করেই জেলা কমিটি তৈরি করেছেন। ফলে দলের কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।।’

সম্প্রতি জেলা কমিটি গঠন নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ক্ষোভ প্রকাশ করেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মাইনোরিটি সেলের সহ-সভাপতি মহম্মদ আনোয়ারুল হক। তার অভিযোগ, অর্থের বিনিময়ে জেলা কমিটি গঠন করা হয়েছে।আর সেই পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

যদিও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সি বিষয়টি আমল দিতে নারাজ। তিনি জানান, কিছু ব্যক্তি আছে দলের বিরোধিতা করেন। নইলে রাতে তাদের ঘুম হয় না।

তৃণমূলের অন্দরের এই কোন্দলকে কটাক্ষ করেছে বিজেপি। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, গোষ্ঠী কোন্দলে জর্জরিত তৃণমূল কংগ্রেস। যারা এখন ক্ষমতায় আছেন, তারা বেশিদিন তৃণমূল করেননি। তাই পুরনোদের স্থান দেওয়া হয়নি সেভাবে। আর সে কারণেই দলের অন্দরের কোন্দল প্রকাশ্যে চলে আসছে।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close