Malda : ঝুড়ি শিল্পীর সঙ্গে প্রতারণার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে ঝুড়ি সরবরাহকারী এক ঝুড়ি বিক্রেতা তথা ঝুড়ি শিল্পীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা ব্লকের জগদলা গ্রাম পঞ্চায়েত এলাকায়।

সূত্রের খবর, ২০২০ সালে মালদার গাজোলে মুখ্যমন্ত্রী এক গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আদিবাসী সম্প্রদায় অংশগ্রহণ করেছিল সেই গণবিবাহ অনুষ্ঠানে। সেখানে মুখ্যমন্ত্রী ওই গণবিবাহে উপস্থিত দম্পতিদের হাতে বিভিন্ন উপহারের সঙ্গে ঝুড়ি তুলে দেন। সেই ঝুড়ি সরবরাহ করেছিলেন ঝুড়ি শিল্পী স্বপন মাহালী। সেই সময় অর্ধেক টাকা দেওয়া হলেও বকেয়া চল্লিশ হাজার টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ। এবিষয়ে মালদা জেলাশাসকের কাছে অভিযোগ করেন স্বপন মাহালী। সেই সময় ওই এলাকারই তৃণমূল নেতা অমল কিস্কুর কাছ থেকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে ঝুড়ি সরবরাহের অর্ডার পেয়েছিলেন। বাজার থেকে প্রায় এক লক্ষ টাকা ধার করে তিনি ঝুড়ি তৈরি করেন এবং সেগুলি সরবরাহ করেন। তাকে অর্ধেক টাকা অমল কিস্কু দিয়েছেন কিন্তু বাকি টাকা চাইতে গেলে তাকে বারংবার অপমান করা হচ্ছে। লাঞ্ছিত হতে হচ্ছে তাকে ও তার পরিবারকে। তৃণমূলের বিভিন্ন মহলে জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রশাসন কেও জানিয়েছেন কিন্তু কাজের কাজ না হওয়ায়, এবার সেই টাকার দাবিতে সরাসরি জেলা শাসকের কাছে অভিযোগ করেছেন।যদিও অভিযুক্ত তৃণমূল নেতা অমল কিসকু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পুরো বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। কেউ যদি এধরনের ঘটনা ঘটিয়ে থাকে, কাটমানি খেয়ে থাকে, তাহলে দল তার পাশে দাঁড়াবে না পরিষ্কার বলেন তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close