অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মালদা থানার সিন্ধীয়া এলাকায়। আজ সকালে মৃতদেহটি একটি কালভার্টের নিচে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। মালদা থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রের খবর , ওই ব্যক্তি ওই এলাকার বাসিন্দা নন। খুন করে কেউ বা কারা ওই ব্যক্তিকে ফেলে দিয়ে গেছে বলে এমনটাই অভিযোগ স্থানীয়দের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। ইতিমধ্যেই এমন ঘটনায় গোটা এলাকায় রহস্যের দানা বেঁধেছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
মালদা থেকে দেবাশীষ দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ।