শুধু মানুষ নয়, এবার ভাইরাসঘটিত রোগে আক্রান্ত হচ্ছে গোরু। এনিয়ে চিন্তায় জেলা প্রাণীসম্পদ বিকাশ দফতর। সংক্রমণ রুখতে দফতরের তরফে বাড়ি বাড়ি গিয়ে গৃহপালিত গোরুকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রাণী সম্পদ বিকাশ দফতরের ডেপুটি ডিরেক্টর উৎপলকুমার মণ্ডল জানান, এই রোগটিকে সাধারণত ক্ষুরাই রোগ বলা হয়। গোরুর ক্ষুর আর মুখে ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। এই দুই জায়গায় গোরুর ঘা হয়। এই রোগে আক্রান্ত গর্ভবতী গোরুর গর্ভপাত হয়ে যেতে পারে। দুধের উৎপাদন কমে যায়। একটি গোরু থেকে অন্য গোরুতে এই রোগ ছড়িয়ে পড়ে। বর্তমানে এই রোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই রোগের একটাই প্রতিকার, গোরুকে ভ্যাকসিন দেওয়া। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আমরা সেই কাজ শুরু করে দেব। জেলায় প্রায় ৮ লক্ষ ৮০ হাজার গোরুকে আমরা ভ্যাকসিন দেব। অর্থাৎ জেলার মোট গোরুর ৮০ শতাংশকে ভ্যাকসিন দেওয়া হবে। ব্লকের প্রাণীসম্পদ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে গোরুকে ভ্যাকসিন দেবেন। এফ এম ডি ভ্যাকসিন ইতিমধ্যেই জেলায় চলে এসেছে। এনিয়ে আমরা গোটা জেলা জুড়ে প্রচার শুরু করে দিয়েছি। মানুষও বাড়ির গোরুকে ভ্যাকসিন দিতে ইচ্ছুক।
মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট