শনিবার মালদা টাউন স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে চলন্ত রেলগাড়িতে চড়তে গিয়ে মৃত্যু হল এক মহিলার। মৃত ওই মহিলা যাত্রীর নাম প্রান্তিক পাল। বাড়ি মুর্শিদাবাদের ভরতপুরের একডাঙ্গা গ্রামে।
সূত্রের খবর, তার স্বামী কর্মসূত্রে মালদা রেল কলোনি এলাকায় কোয়ার্টারে থাকতেন। শনিবার প্রান্তিকদেবীর মুর্শিদাবাদে যাওয়ার কথা ছিল। সেইসময় মালদা টাউন স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে চলন্ত রেলগাড়িতে উঠতে গিয়ে ঘটনাটি ঘটে। তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রান্তিকাদেবীকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এমন ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবারের ওপর। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।