মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক যুবক। তাকে রাস্তায় ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারা তড়িঘড়ি ছুটে এসে আহত ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।
সূত্রের খবর, বুধবার সকাল আটটা নাগদ ঘটনাটি ঘটেছে গাজোল থানার একলাখী এলাকায়। আহত ওই যুবকের নাম সেলিম হক। বয়স ২১ বছর। তার বাড়ি গাজোল থানার রামনগর এলাকায়। এদিন সকালে মোটরবাইক চালিয়ে কাজে যাওয়ার পথে রাস্তায় প্রচন্ড কুয়াশা থাকার ফলে দেখতে না পেয়ে সে রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মারে। তাতে গুরুতর আহত হয় ওই যুবক। দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকে ওই যুবক। স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।
ফোর্টিন টাইমলাইন, মালদা।