Malda : মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় মালদার স্বরাজ

আরও পড়ুন

মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান অধিকার করল মালদার স্বরাজ পাল। তার প্রাপ্য নম্বর ৬৯০। বাড়ি ইংরেজবাজার শহরের উত্তর বালুচর এলাকায়। স্থানীয় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে পড়াশোনা করে স্বরাজ। আগামীতে তাঁর ইচ্ছা মেডিকেল নিয়ে পড়াশোনা করার। বাবা সোমনাথ পাল পেশায় একজন এলআইসির কর্মী। মা অপর্ণা পাল গৃহবধূ।মেয়ে আয়ুশি পাল। ফাইভে পড়াশোনা করে।

ফোর্টিন টাইমলাইন ,মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close