Manikchak : ডাকাতির ছক বানচাল মানিকচক পুলিশের

আরও পড়ুন

বড়সড় ডাকাতির ছক বানচাল করল মানিকচক থানার পুলিশ। একাধিক আগ্নেয়াস্ত্র সহ-তিনজন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে মানিকচক থানার বালুটোলা লাগোয়া আম বাগান এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার আইসি পার্থসারথি হালদারের নেতৃত্বে সুবিশাল পুলিশবাহিনী হানা দেয় বালুটোলা এলাকায়। সেখান থেকে আগ্নেয়াস্ত্র সহ-তিনজন ডাকাতকে গ্রেফতার করে। আরও বেশ কয়েকজন পুলিশের আগমণ উপলদ্ধি করে পালাতে সক্ষম হয়।

ধৃত ৩ দুষ্কৃতীর নাম মোহাম্মদ কর্নেল আনোয়ার, নূর হোসেন, কাশিম আলি। গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের বাড়ি গোপালপুরের জিসারাটোলা এলাকায়। ধৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে একটি বড় মাস্কেট বন্দুক, একটি উন্নত ধরনের বন্দুক, চার রাউন্ড গুলি, একটি ধারালো অস্ত্র।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বড়সড় ডাকাতির উদ্দেশ্যে ডাকাত দল জড়ো হয়েছিল। রবিবার মানিকচক থানার পুলিশ ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে।

ফোর্টিন টাইমলাইন, মানিকচক, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close