মাদ্রাসা মাধ্যমিকে রাজ্য মেধা তালিকায় স্থান পেয়েছেন সামসীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্যে নবম স্থান পেলেন ভগবানপুর হাই মাদ্রাসার ছাত্রী মণীষা ইসলাম। মণীষা মাধ্যমিকে ৮০০ নম্বরের মধ্যে ৭৬৫ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছেন। তার এই ফলাফলে শনিবার সকালে ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে হাজির হন এলাকার বিধায়ক আব্দুর রহিম বক্সি। সামসীর ভগবানপুর হাই মাদ্রাসার ছাত্রী হলেও মণীষার গ্রামের বাড়ি সামসীলাগোয়া দামাইপুর গ্রামে। বাবা মিনারুল ইসলাম ওরফে রিন্টু পেশায় প্রান্তিক চাষি। মা মনসুরা খাতুন সাধারণ গৃহবধূ। মণীষারা তিন বোন। পরিবারের বড় মেয়ে তিনি। মণীষা ডাক্তার হওয়ার স্বপ্নে বিভোর। তিনি ডাক্তার হয়ে সমাজসেবা করতে চান বলে জানিয়েছেন। মণীষা ইসলামের বিষয় ভিত্তিক নম্বর হ’ল – বাংলায় – ৯৫, ইংরেজি – ৯৫, অংক – ৯০, ভৌত বিজ্ঞান – ১০০, জীবন বিজ্ঞান – ৯৮, ইতিহাস – ৯৭, ভূগোল – ৯১, ইসলাম পরিচয় – ৯৯ ও ঐচ্ছিক আরবীতে ৭৭ নম্বর ।
এদিন তার সাফল্যে মালতিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক আব্দুর রহিম বক্সী সাত সকালে তার বাড়িতে পৌঁছন এবং ফুলের তোড়া ও মিষ্টিমুখ করে সংবর্ধনা জ্ঞাপন করেন। পাশাপাশি তার উচ্চশিক্ষার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সবরকম ভাবে সাহায্যের আশ্বাস দেন বিধায়ক।