Malda : মামাবাড়িতে ভোজ খেতে এসে নিখোঁজ মা-মেয়ে!

আরও পড়ুন

মামার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ভোজ খেতে এসে রহস্য জনক ভাবে নিখোঁজ মা ও মেয়ে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ছত্রক গ্রামে। অপহরণ নাকি অন্য কোনও কিছু এই নিয়ে এলাকায় রহস্যের দানা বেঁধেছে। মেয়ের পরিবারের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশ তদন্তে নেমেছে।

সূত্রের খবর, নিখোঁজ গৃহবধূর নাম কৌশরি খাতুন। বয়স ২৩ বছর। তার সঙ্গে নিখোঁজ রয়েছেন ছয় মাসের এক কন্যা সন্তানও। বাড়ি বিহার রাজ্যের আজমনগর থানার শ্রীকল গ্রামে। গত বুধবার রাত আটটা থেকে ওই গৃহবধূ তার কন্যা সন্তানকে নিয়ে মামার বাড়ি থেকে নিখোঁজ রয়েছেন বলে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পরিবারের লোকেরা।

নিখোঁজ গৃহবধূর বাবা আবদুল মাজিদ জানান, গত বুধবার সকালে পরিবারের লোকেদের সঙ্গে ছত্রক গ্রামে মামার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ভোজ খেতে এসেছিলেন তার মেয়ে কৌশরি। সঙ্গে ছিল ছয় মাসের নাতনিও। এদিন রাত আটটা নাগাদ রহস্য জনক ভাবে নিখোঁজ হয়ে যায় মা ও মেয়ে। গত চারদিন থেকে নিখোঁজ রয়েছেন। আত্মীয়-স্বজনদের বাড়িতে ফোন করে খোঁজাখুঁজি নিয়েও কোনও সন্ধান পাওয়া যায়নি।

আরও অভিযোগ, বিয়ে বাড়িতে যেহেতু তার মেয়ে সোনা ও রুপার অলঙ্কার পড়ে এসেছিল, তাই কেউ অলঙ্কারগুলির লোভে অপহরণ করে নিয়ে গেছে বলে অনুমান পরিবারের সদস্যদের। তার মেয়ে কোথায় আছে? এই প্রশ্ন উঠেছে পরিবারের লোকেদের মনে।

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, অভিযোগের ভিত্তিতে তল্লাশিতে নেমেছে পুলিশ।

মালদার হরিশ্চন্দ্রপুর থেকে অভিষেক সাহার রিপোর্ট

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close