Chanchol: ধারালো অস্ত্র পাচার করে খুন স্ত্রী’কে, শোকাহত ছেলে

আরও পড়ুন

স্বামী-স্ত্রীর অশান্তির জেরে স্ত্রীকে চাকু দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা, চাঁচল থানার কান্ডারন এলাকায়। এই ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই চাঁচল থানায় গিয়ে আত্মসমর্পণ করে।

পুলিশ সূত্রের খবর, মৃত গৃহবধূর নাম মীরা সিং প্রামানিক(৩৭)। বাড়ি চাঁচলের কান্ডারন এলাকায়। প্রায়শই, তাদের বাড়িতে স্বামী-স্ত্রীর অশান্তি লেগেই থাকত। বুধবার দুপুরে তাদের অশান্তির মাত্রা চরম পর্যায় চলে যায়। অভিযোগ, ঝগড়া করতে করতে ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে খুন করেন স্বামী। সেই মুহূর্তেই, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই গৃহবধূ। তার চিৎকার শুনে তার পুত্রবধূ রাস্তায় ছুঁটে গিয়ে টোটোওয়ালাকে বাড়িতে ডেকে এনে তৎক্ষণাৎ তার শ্বাশুড়ির দেহ উদ্ধার করে সামসি হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ার ফলে চিকিৎসকেরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেন। কিন্তু, মালদা মেডিকালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পরই অভিযুক্ত স্বামী রাজেশ প্রামানিক চাঁচল থানায় পুলিশের কাছে নিজেকে আত্মসমর্পণ করেন। তবে কি কারণে এ নির্মম হত্যা? নিছকই পারিবারিক অশান্তি না কি এর পেছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে। তার তদন্ত শুরু করেছে পুলিশ।

চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, অভিযুক্ত স্বামী রাজেশ প্রামানিক থানায় আত্মসমর্পণ করেছে। তাদের স্বামী-স্ত্রীর বিবাদের জেরেই এই ঘটনা ঘটে বলে অনুমান।

মৃত গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসা টোটোচালক জানান,”আমি বাড়ি গিয়ে দেখি ওই গৃহবধূর পেটে ছুরি ঢোকানো রয়েছে। উদ্ধার করে সামসি হাসপাতালে নিয়ে যায়। তারপর পরিবারের লোকেরা মালদায় নিয়ে যায়”।

মৃত গৃহবধূর ছেলে কি জানিয়েছেন তা আমরা শুনবো-

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close