Malda: সবজি বিক্রেতার রহস্যজনক মৃত্যু

আরও পড়ুন

পুরাতন মালদার নতুনপল্লি এলাকায় বছর চব্বিশের এক সবজি বিক্রেতার বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ পাওয়া গেছে। শনিবার সকালে পরিবারের লোকেরা ঘরের দরজা খুলতেই তার ঝুলন্ত দেহ দেখতে পান। আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ। সদালাপী সবজি বিক্রেতার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানায়, মৃত সবজি বিক্রেতার নাম প্রদীপ দাস। তার বাড়ি পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নতুনপল্লি এলাকায়। শুক্রবার গভীররাতে তিনি বাড়ি ফিরে আর পাঁচ দিনের মতোই খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন। আজ সকালে ঘরের দরজা খুলতেই পরিবারের সদস্যরা এমন মর্মান্তিক দৃশ্য দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

স্থানীয়বাসিন্দা, সন্দীপ সাহা বলেন- ওই সবজি বিক্রেতার বাড়িতে তার মা, স্ত্রী ও ছেলে রয়েছেন। তাদের বাড়িতে কোনরকম অশান্তি ছিল না। তাও তিনি এমন পদক্ষেপ কেনও নিলেন, তা কেউ বুঝতে উঠতে পারছেন না। তিনি আরও জানান, আগের দিনও তিনি বাজারে গিয়ে সবজি বিক্রির কাজও করেছেন।

তবে, বাজারে দেনা ছিল কি না, তা সেই বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। যদিও, ব্যবসায়িক মন্দার বিষয়টিকেও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। মানসিক কোনও দুশ্চিন্তা ছিল কি না তা খুঁজে বার করতে সমব্যবসায়ীদের কাছ থেকে খোঁজ-খবরও সংগ্রহ করছে পুলিশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close