শুক্রবার সকালে মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের নিউ খেজুরিয়া গ্রামে অনুষ্ঠিত হল পুষ্টি দিবস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন মৃদুল হালদার, বৈষ্ণবনগর বিধানসভার বিধায়িকা চন্দনা সরকার-সহ অন্যান্য আধিকারিকরা। সেখানে গর্ভবতী মহিলাদের স্বাদ ভক্ষণ ও শিশুদের অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, জেলাশাসক নিজের হাতে শিশুদের অন্নপ্রাশন উপলক্ষে মুখে খাবার তুলে দেন পাশাপাশি গর্ভবতী মহিলাদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই পুষ্টি দিবস পালন করা হয়। শুক্রবার মালদা জেলার বিভিন্ন ব্লকে এই ধরনের অনুষ্ঠান করা হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে বলে জানা গেছে।
অন্যদিকে, পুষ্টি দিবস পালিত হল মালদার ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম শিশুর আলো প্রাঙ্গণে। এই দিবস উপলক্ষে এক প্রসূতির সাধ ভক্ষণ ও দু’জন শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশপাশের বাসিন্দা ও মায়েদের পুষ্টিগুণ সম্পন্ন খাবার সম্পর্কে সচেতন করতেই অঙ্গনওয়াড়ি দফতরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলতি মাসের শেষ শুক্রবার এই অনুষ্ঠান আয়োজন করা হল ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম শিশু আলোয় কেন্দ্রে।
পুষ্টি দিবস পালনের পাশাপাশি স্থানীয় মহিলাদের মধ্যে পুষ্টিগুণ সম্পন্ন খাবারগুলি সম্পর্কেও সচেতন করা হয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে।
ফোর্টিন টাইমলাইন, মালদা।