জলভর্তি বালতিতে ডুবে প্রাণ হারাল এক সদ্যজাত শিশু। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মালদার চাঁচল থানার দক্ষিণ শহেরর এলাকায়। এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকায়। পুলিশ সূত্রের খবর, মৃত শিশুর নাম মোতালেফ হোসেন। বয়স ১৪ মাস। মৃত শিশুর বাবা রবিউল হোসেন পরিযায়ী শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাড়ির সদস্যদের অনুপস্থিতে বারান্দায় খেলছিল মোতালেফ।যেখানে সে খেলছিল সেখানে পাশেই রাখা ছিল জলভর্তি বালতি। খেলতে খেলতে অজান্তেই বালতিতে মুখ ঢুকিয়ে দেয় সে। ঘটনাটি বাড়ির সদস্যদের নজরে এলে তারা তাকে মালতিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষনা করেন। শিশু মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মোতালেফের পরিবারে। এরপর, পুলিশ তার মৃত দেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। মৃতের কাকা এ বিষয়ে কি বলেছেন শুনব,