আবারও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হবিবপুর থানার আইহো লালচাঁদপুর এলাকায়। সূত্রের খবর, রবিবার ভোরবেলা স্থানীয় এক ব্যক্তি তার বাড়ির দরজা খোলার পর বারান্দায় বোমার মতো কিছু একটা পরে থাকতে দেখেন। বোমা সন্দেহ হওয়ায় এলাকবাসীকে জানান তিনি। স্থানীয়রা তরিঘরি হবিবপুর থানায় খবর দেন। বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।
উল্লেখ্য, হবিবপুর থানার আইহো অঞ্চলের লালচাঁদ পুর এলাকায় রবিবার সকালে রাজু পালের বাড়ির বারান্দায় বোম সন্দেহ হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় হবিবপুর থানায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তরিঘরি বোমা উদ্ধার করে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে বোম নিস্ক্রিয় করার ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে এসে পৌঁছয় বোম স্কোয়াডের টিম ও দমকলবাহিনী। বোম নিস্ক্রিয় করার আগে পরীক্ষা করার পরে জানা গিয়েছে সেটি বোম না একটা কৌটকে বেধে বোমের আকার দেওয়ার চেষ্টা করা হয়েছে।
হবিবপুর থানার আই সি অমিতাভ সরকার জানান, এটা বোমা ছিলনা একটা কৌটকে বোমের আকার দিয়ে আতঙ্ক ছড়ানো চেষ্টা করা হয়েছে। তবে কে বা কারা এই ভাবে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
Fourteen Time Line, Malda