Chanchal : জুয়ার আসরে হানা পুলিশের, গ্রেফতার পাঁচ

আরও পড়ুন

এলাকায় দিবারাত্র চলছিল রমরমিয়ে জুয়ার আসর। সেই জুয়ার আড্ডায় হানা দিয়ে পাঁচজন জুয়াড়িকে গ্রেফতার করল মালদার চাঁচল থানার পুলিশ। আসর থেকে উদ্ধার হল হাজার পাঁচেক টাকা বোর্ড মানি। রবিবার মধ্যরাত্রে ঘটনাটিঘটে মালদার চাঁচল থানার মল্লিক পাড়া এলাকার। ধৃত পাঁচ জনকে সোমবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশি সূত্রে খবর, ওই পাঁচজন জুয়াড়ি মল্লিকপাড়া এলাকার বাসিন্দা। মল্লিকপাড়ার একটি চায়ের দোকানে প্রতিনিয়ত বসে জুয়ার আসর। রাত পর্যন্ত চলে চিৎকার ও হইহুল্লোড়। এলাকাবাসী তাদের অত্যাচারে অতিষ্ঠ। শেষমেশ সেই জুয়ার ঠেক হানা দিল চাঁচল থানার পুলিশ। গ্রেফতার করা হল পাঁচ জুয়ারিকে।

ফোর্টিন টাইমলাইন, চাঁচল, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close